বাংলাদেশের সরকারি আইন অনুসারে ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম ভাড়া নেয়ার নিয়মাবলি

বাড়ি ছাড়ার একমাস আগে বাড়িওয়ালাকে জানিয়ে দিন, এবং অগ্রিম ভাড়া শেষ মাসে শোধ দিন । স্বল্পমেয়াদের চুক্তিতে অথবা কোন ধরনের “নির্দিষ্ট সময় পর্যন্ত” বাড়ি ভাড়া না নিলে জামানত নেওয়া যাবে না

বাংলাদেশের সরকারি আইন অনুসারে ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম ভাড়া নেয়ার নিয়মাবলি

একটি বাড়ি যেমন সে বাড়ির মালিকের নিজস্ব সম্পত্তি, তেমনি সেটা ভাড়াটিয়াদের কাছেও হয়ে ওঠে আবেগের জায়গা । বাড়ি ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিকের যেমন আইনগুলো জানা উচিৎ, তেমনি ভাড়াটিয়ারও জানাটা ভালো ।

অনেক সময় দেখা যায়, বাড়ি ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক কিংবা ম্যানেজারের সব কথা আমরা নির্দ্বিধায় মেনে নেই । আবার তাদের দেওয়া অনেক ফর্মে না পড়েই সই করে ফেলি । অনেক বাড়িতে “জামানত” নেওয়া হয়, আবার অগ্রিম ভাড়াটাও রেখে দেয়, যা মোটেও ঠিক না ।  

আসুন দেখে নেই অগ্রিম টাকা দেওয়ার নিয়ম আসলে কোনগুলো -

  • অগ্রিম টাকা কোন ভাবেই একমাসের বেশি নেওয়া যাবে না
  • বাড়ি ছাড়ার একমাস আগে বাড়িওয়ালাকে জানিয়ে দিন, এবং অগ্রিম ভাড়া শেষ মাসে শোধ দিন
  • স্বল্পমেয়াদের চুক্তিতে অথবা কোন ধরনের “নির্দিষ্ট সময় পর্যন্ত” বাড়ি ভাড়া না নিলে জামানত নেওয়া যাবে না
  • যদি কেউ জামানত দাবি করে, তাকে “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১০ নং ধারার উপধারা "খ” দেখিয়ে দিন

বাড়ি ভাড়া সম্পর্কিত আরো তথ্য জানতে স্কয়ারফিটের সংগেই থাকুন ।


রেফারেন্স -  “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১০ নং ধারার উপধারা "খ”


এছাড়া ভাড়াটিয়ার কাছ থেকে জামানত নেওয়ার আইন জানতে নিচের আর্টিকেলটি পড়তে পারেন -

ভাড়াটিয়ার কাছে জামানত নেওয়ার বাংলাদেশের সরকারি আইন
দেশের অনেক অভিজাত এলাকাতে দেখা যায় বাড়ি ভাড়া নেওয়ার সময় এককালীন কিছু টাকা দিতে হয় । এবার থেকে জামানত নির্ণয় হবে সঠিক নিয়মে ।