দূরে হোক আর কাছে, এখন প্রতিবেশীদের পাবেন আপনার পাশে
শুনছ, রিমি নাকি ট্যুরে যাবে সামনের মাসে । ওর জন্য কিছু জিনিস কিনতে হবে । আর কিছু টাকার ব্যবস্থা করে রেখ ।
- মোট কত টাকা লাগবে সেটার ধারনা কি তোমার আছে রিমির মা ?
না, তবে একটা জিনিস ভেবে রেখেছি বুঝলে, পাশের বিল্ডিং এর সীমা গত মাসে ওদের ভার্সিটি থেকে ট্যুরে গেছিলো । স্কয়ারফিটে কি সুন্দর সুন্দর ছবি দিয়েছিল, দেখছ ?
- ঐ যে তুমি আমাকে দেখালে, শামা আপার মেয়ের ছবি তাই না ?
হ্যাঁ হ্যাঁ, আমি রিমিকে আজকে ওর সাথে কন্টাক্ট করতে বলব, তাহলে কিছুটা ধারণা পাওয়া যাবে ।
প্রথমবার বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছে দেখে রিমি একদিকে যেমন এক্সাইটেড, তেমনি আবার একটু ভয় পাচ্ছে । মায়ের কাছে থেকে শুনে সীমা আপুর প্রোফাইল বের করে যোগাযোগ করল । আপু তো ওকে টাকার ধারনা এবং টিপস দিলই, সাথে একটা পাওয়ার ব্যাংক, এবং আপুর মুভিং লাগেজটাও জোর করে দিয়ে দিল ।
রিমি ট্যুরে এসে কিছু কেনার আগে সীমা আপুর মতামত নিয়ে তবেই কিনছে । আপু যেহেতু একই এরিয়াতে এর আগে এসেছিল তাই ফেমাস খাবারের দোকানের নামগুলো শুনে নিতেও মিস করছেনা । আর সবার আগে আপুর জন্য গিফট কিনতে রিমি ভোলেনি । স্কয়ারফিট আর ট্যুরের সুবাদে দুজন এখন যেন দুইবোন ।