বাংলাদেশের আইন অনুসারে বাড়ি ভাড়ার রশিদ দিচ্ছেন তো?

সমীক্ষাতে দেখা গেছে, বেশিরভাগ বাড়িওয়ালা বাড়ি ভাড়া নেওয়ার সময় কোন রশিদ দেন না । লেন-দেনটা যদি হয় বাড়ি ভাড়া দেওয়া নেওয়া, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের সার্ভে বলছে প্রায় ৬১.১% বাড়িওয়ালা কোন ধরনের রশিদ কখনো দেন না।

বাংলাদেশের আইন অনুসারে বাড়ি ভাড়ার রশিদ দিচ্ছেন তো?

আপনি জানেন কি ? বাংলাদেশের বাড়ি-ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৩ নং ধারা অনুসারে বাড়ি ভাড়া গ্রহণ করার সময় ভাড়াটিয়াকে রশিদ দেওয়া বাধ্যতামূলক । বাড়ি ভাড়ার রশিদ নিয়ে জেনে নিন বিস্তারিত  -

বিভিন্ন এলাকার বাড়িওয়ালাদের যখন আমাদের সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল, “ বাড়ি ভাড়ার কোন ধরণের রশিদ দেন কিনা?” উত্তর হিসেবে এসেছে প্রায় ৬১.১% বাড়িওয়ালা কোন রশিদই দেন না । এবং, কোন বাড়িওয়ালাই, জ্বি হ্যা, কেউ সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে রশিদ দেয় না । কিন্তু দেশের সরকারি আইন বলে ভাড়ার রশিদ তাৎক্ষণিকভাবে দিতে হবে । যেখানে ভাড়াটিয়ার ভাড়া বাড়িওয়ালার নেওয়ার পর রশিদে সাইনও করতে হবে ।

ব্যাপারটা কিন্তু ভাড়াটিয়াদের জন্যও সমানভাবে প্রযোজ্য ।  বাড়িওয়ালা আপনাকে রশিদ দেওয়ার পরে তার স্লিপ আপনাদের সংগ্রহেও রাখা উচিৎ ।      

ভাবুন তো প্রতিবার রশিদ দেওয়ার কথা কি সবার মনে থাকবে ? আবার ভাড়াটিয়া রশিদ নেওয়ার পরে কি সেটা তার কাছে সঠিকভাবে সংরক্ষণে রাখে ? এই সকল ঝামেলা থেকে উভয় পক্ষকে মুক্তি দিতে স্কয়ারফিট এনেছে “একাউন্ট & বিলিং” সেবাটি ।

যেখানে অ্যাপের মাধ্যমে মাসের ১ তারিখে বাড়ি ভাড়ার পরিমাণসহ নোটিফিকেশন চলে যাবে ভাড়াটিয়ার কাছে ।  ভাড়াটিয়া নিজের মোবাইল থেক নির্দিষ্ট সময়ে দিতে পারবে বাড়ি ভাড়া । আর বাড়িওয়ালাও রশিদ দিতে পারবে অনলাইনেই । শুধু বাড়ি ভাড়া নয়, অন্যান্য সব বিলের জন্য কয়েকটি ক্লিকেই ইনভয়েস তৈরী করা যাবে এই সেবাটিতে । আর সব লেন-দেনের প্রমাণ এখানে জমা তো থাকবেই ।


বাসা ভাড়া, সার্ভিসিং এবং আপনার ফ্ল্যাট ম্যানেজমেন্ট জনিত সব কিছু ম্যানেজ করতে আসছে স্কয়ারফিট প্ল্যাটফর্ম। নিচের ফর্ম ফিলাপ করে আপনার বিস্তারিত জানিয়ে দিন, প্লে/অ্যাপ স্টোরে অ্যাপটি আসার সাথে সাথে আপনার সাথে আমরা যোগাযোগ করব!  

Become a SquareFeet Fan


SquareFeet - Community & Building Management Platform in Bangladesh
SquareFeet is a digital building management platform to make your home a better place. Get ready to experience all the features of a smart dwelling society.

ব্যস হয়ে গেল তো ঝামেলার সমাধান, সাথে মানা হয়ে গেল দেশের আইনটাও । এভাবে আপনাদের শহুরে জীবনের বাসা-বাড়ির সকল সমস্যা সমাধান করতে পাশে আছে "স্কয়ারফিট" । চলুন সবাই আইন মেনে চলি, জীবনটা আরো সুন্দরভাবে উপভোগ করি ।

দেখে নিন আইনটি -

http://bdlaws.minlaw.gov.bd/act-748/section-30643.html


বাড়ি ভাড়া নিয়ে আরো জানতে পড়তে পারেন -

ভাড়াটিয়ার কাছে জামানত নেওয়ার বাংলাদেশের সরকারি আইন
দেশের অনেক অভিজাত এলাকাতে দেখা যায় বাড়ি ভাড়া নেওয়ার সময় এককালীন কিছু টাকা দিতে হয় । এবার থেকে জামানত নির্ণয় হবে সঠিক নিয়মে ।