নোটিশ টাঙ্গানোর ঝামেলা? সেটা আর হবেনা
প্রতিবারে নোটিশ প্রিন্ট করতে যেতে হয় দোকানে? সেটা আবার টাঙ্গাতে হয় মেইন গেটের কাছে। ও ভাই, কয়জনই বা সেই নোটিশটা দেখে!
বলেন না, মিসেস রহমানের কি আসা হয় নিচে? ব্যস হয়ে গেল মিস, আবার পাঠাতে হয় দারোয়ানকে, “ও ম্যাডাম কাইল কিন্তু কারেন্ট আইবো না”।
আর হবে না এত বিভ্রাট, কেননা আপনার কমিউনিটির জন্য অনলাইন নোটিশ নিয়ে চলে এসেছে স্কয়ারফিট।
মোবাইল অ্যাপ ডাউনলোড করে ফেলুন এখান থেকে