স্কয়ারফিট নিয়ে এলো বাড়ি-ভাড়ার চুক্তি-পত্রের সবচেয়ে সহজ ব্যবস্থা


স্কয়ারফিট নিয়ে এসেছে “ডিজিটাল চুক্তি-পত্র” সেবা । যার মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই আপনি নিজে প্রয়োজনীয় শর্ত আরোপ করে ভাড়াটিয়ার জন্য বানাতে পারবেন বাড়িভাড়ার চুক্তি-পত্র ।

এই সেবাতে আপনি আগে থেকে বানানো চুক্তির কিছু নমুনা পেয়ে যাবেন । আবার যদি একেকজনের জন্য একেভাবে এই চুক্তি সাজাতে চান সেটাও পারবেন নিজের পছন্দ মত । এখানে থাকবে ভাড়াটিয়া বাড়িওয়ালার সব তথ্য প্রদান করার সুবিধার পাশাপাশি ডিজিটাল সাইন করার ব্যবস্থা । আবার, যখন তখন প্রয়োজনে এটা ডাউনলোড করে স্ট্যাম্প পেপারে প্রিন্টও করে নিতে পারবেন ।

ভবিষ্যতের জন্য এই চুক্তি-পত্র জমা থাকবে স্কয়ারফিটেই । আপনাকে এই কাগজ সংরক্ষনের জন্য বাড়তি কোন ফাইল বানাতে হবে না ।

দেখুন না, এইরকম ছোট-খাট কিন্তু বিতর্কিত সমস্যা গুলো আগে থেকে চুক্তির মাধ্যমে সমাধান করে ফেললে পরে আর কোন ঝামেলা হয় না । বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্কটাও থাকে অটুট ।  তাই আপনার সম্পদের গুরুত্ব নিশ্চিত করুন বাড়ি-ভাড়ার চুক্তি পত্রের মাধ্যমে । যা এখন খুব সহজ ।  


দেখে নিন কেন বাড়ি-ভাড়ার চুক্তি করা জরুরী -

বাড়ি ভাড়ার চুক্তি-পত্র কেন করবেন?
ঢাকার বাড়িওয়ালাদের প্রায় ৩০% এর বেশি মানুষ বাড়ি ভাড়া দেয় চুক্তি ছাড়া । আবার ৭.৫% মানুষ চুক্তিটা করে সাদা কাগজে । অর্থাৎ এক-তৃতীয়াংশের মানুষের কোন প্রোপার চুক্তি-পত্র করা হয় না । আপনি এই দলে নেই তো ?