বাংলাদেশের বাসা-বাড়ির সকল খরচের হিসাব এখন হবে সহজে

যদি একটা প্ল্যাটফর্ম থাকত, যেখানে প্রতিটা বিল্ডিংয়ের সকল সদস্যের উপস্থিতির ভিত্তিতে অটোমেটিক অ্যাকাউন্টিং সফটওয়্যার থাকত, তাহলে কতই না ভালো হত । এরকম একটা প্ল্যাটফর্ম এখন আছে কিন্তু

বাংলাদেশের বাসা-বাড়ির সকল খরচের হিসাব এখন হবে সহজে

রিয়াদ সাহেব এখন কমিউনিটির অ্যাকাউন্টেন্ট । সকাল থেকে হিসাব করতে করতে উনার মাথা খারাপ হওয়ার যোগাড় । ৮ টা বিল্ডিং প্রায় ১২০ টা ফ্লাটে এ গত মাসে অনেকেই ছিলো না আবার নতুন অনেকেই উঠেছেন । কিভাবে তিনি পানির বিল, গ্যাসের বিল আর সার্ভিস চার্জের ভাগ করবেনই কিছুতেই বুঝে উঠতে পারছেন না ।

রিয়াদ সাহেবের মত ঝামেলায় পরতে হয় আমাদের কমিউনিটির ট্রেজারাদেরকেও । কখনো একটু কম বেশি করে মিলিয়েও দিতে হয় হিসাব । কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম থাকত, যেখানে প্রতিটা বিল্ডিংয়ের সকল সদস্যের উপস্থিতির ভিত্তিতে অটোমেটিক অ্যাকাউন্টিং সফটওয়্যার থাকত, তাহলে কতই না ভালো হত ।  

এরকম একটা প্ল্যাটফর্ম এখন আছে কিন্তু । প্রোপার্টি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম স্কয়ারফিটে এখন আপনারা পাবেন অ্যাকাউন্টিং এন্ড বিলিং সেবা ।

এই সেবাটিতে আপনি পাচ্ছেন -

১। প্রোপার্টির আয়-ব্যয়ের হিসেব রাখার সুবিধা

আপনার কতগুলো উৎস থেকে কি পরিমাণ টাকা আয় হলো তার ক্যালকুলেশন রাখতে পারবেন এইখানে । আবার কোন খাতে কত টাকা ব্যয় হবে তার ইনভয়েসসহ বিলিংয়ের সুবিধাটাও দেবে এই সেবা ।

২। সার্ভিস চার্জ ক্যালকুলেশন

মাথাপিছু কিংবা ফ্ল্যাট প্রতি, যে কোন হিসেব হবে মিনিটেই । পানির বিল, বিদ্যুৎ বিল, মেইন্টেনেন্স চার্জ সব কিছুর জন্য তৈরী করতে পারবেন ভাউচার । কি হলো তো সমস্যার সমাধান ?

এই সেবাটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে খাতা কলম আর ক্যালকুলেটরে আপনাদের সময় এবং এনার্জি অপচয় করার হাত থেকে রক্ষা করা । আপনাদের প্রত্যেকের কষ্টাপার্জিত প্রতিটি পয়সার মূল্য বোঝে স্কয়ারফিট । তাই এই সেবাটি এনেছে, যাতে আপনি আপনার সম্পদের আয়-ব্যয়ের একটি সচ্ছ এবং সহজ হিসেব রাখতে পারেন ।  


আশে-পাশের সকল সার্ভিস প্রোভাইডারদের তথ্য কিভাবে হাতের নাগালের মাঝে পাবেন তা জানতে দেখে নিন -

আশে পাশের সকল সেবাদাতার তথ্য যখন আপনার মুঠোফোনে
যে কোন সময়ে যে কোন সার্ভিস প্রোভাইডারের তথ্যের জন্য আপনি এই হেল্পডেক্স এ রিকয়েষ্ট করতে পারবেন । আপনার প্রয়োজন অনুসারে সেই সময়ে আপনার এলাকাতে যে সেবা দিতে পারবে তার তথ্য সাধ্য অনুযায়ী আপনাকে জানিয়ে দেবে স্কয়ারফিট ।