প্রতিবেশীরা বিপদে কাজে না লাগলে কে তবে কাজে লাগবে ?

মেহমান আসাতে আজকে রাতের খাবারের আয়োজন একটু বেশি ভালো ছিল । আম্মুর নিশ্চয় অনেক পরিশ্রম হয়েছে, তার উপর আম্মুর আবার হার্টের সমস্যা সাথে ডায়েবেটিস । এতশত ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলাম ।

ঘুম ভেঙ্গে গেল রাত ৩ টায় । দেখি আম্মুর ঘর থেকে গোঙ্গানির আওয়াজ আসছে । কাছে যেয়ে অবস্থা দেখে ভয়ে আমার মাথা ঠিকমত কাজ করছে না । এত রাতে কোথায় নেব, কিভাবে নেব কিছুই বুঝতে পারছিনা ।

হঠাৎ মনে পড়ল আমাদের কমিউনিটিতে তো একজন ডাক্তার আছেন । কিন্তু তার নাম্বার কই পাব ? স্কয়ারফিটে ঢুকে তার প্রোফাইল খুঁজে পেলাম, এই তো তার নাম্বার ...

সেই ডাক্তার ভাই বাড়িতে ছিলেন, দ্রুত আমাদের ফ্ল্যাটে চলে এসে কিছু প্রাথমিক চিকিৎসা দিলেন । আম্মু এখন কিছুটা সুস্থ, সকালে কোন হাসপাতালে নিয়ে কাকে দেখাব সেটা বলে দিয়ে ভাই চলে গেলেন ।

দুদিন পরে আম্মুকে বাসায় নিয়ে এলাম । আম্মু পরে বিস্তাড়িত শুনলেন, যে কিভাবে সেই রাতে আমি আমাদের ডাক্তার ভাইয়ের খোঁজ পেয়েছি । ডাক্তার ভাইয়ের জন্য আম্মু একদিন নাস্তা বানিয়ে পাঠালেন ।

সেই ডাক্তার ভাইও মাঝে মাঝে মেসেজ করে আম্মুর খোঁজ নেন । তার এবং স্কয়ারফিটের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই ।  বিপদে যাকে পাশে পাওয়া যায় সে হয়ে যায় পরম আত্মীয় । আর আমাদের পরিবারের বাইরে যদি এখন কোন পরিবার থাকে, তা হচ্ছে স্কয়ারফিট ।


বাড়ি-ভাড়ার চুক্তিপত্র নিয়ে জানতে চান ?

বাড়ি ভাড়ার চুক্তি-পত্র কেন করবেন?
ঢাকার বাড়িওয়ালাদের প্রায় ৩০% এর বেশি মানুষ বাড়ি ভাড়া দেয় চুক্তি ছাড়া । আবার ৭.৫% মানুষ চুক্তিটা করে সাদা কাগজে । অর্থাৎ এক-তৃতীয়াংশের মানুষের কোন প্রোপার চুক্তি-পত্র করা হয় না । আপনি এই দলে নেই তো ?