বছরটা নতুন, আমেজটা আনকোরা, স্বজন কিন্তু পুরনো
আপনার পাশের বাসার মানুষ, যারা এই মহামারিতে আমি আপনি ঘরে বন্দি থাকা অবস্থায় বাইরের সব কিছু আমাদের জন্য এনে দিয়েছে, তারা বদলায় নি। হয়ত আমরা বাসা বদলে ফেলেছি, কিন্তু আত্মীয় প্রতিবেশী আর বন্ধুদের জন্য বরাদ্দ রাখা ভালোবাসা কিন্তু বদলায় নি।
দেখতে দেখতে ২০২২ সাল চলে এল। মহামারির জরা, আর লাভ-লোকসানের সব হিসেব মিটিয়ে বর্তমানে স্বাভাবিক বাংলাদেশের জন-জীবন।
তবে, আমি আপনি এবং আমরা সবাই পুরনোই রয়ে গেছি। আমাদের এই বিগতে বছরে সুন্দর সময় হয়ত কেটেছে, নতুন অনেক ঘটণার আমরা হয়েছি সাক্ষী। নতুন অতিথি যেমন পৃথিবীর মুখ দেখেছে,ঠিক তেমনি অনেক চেনা মানুষ চিরতরে হারিয়ে গেছে, যাদের সাথে আমাদের আর দেখা হবে না।
কথায় আছে সময়ের সাথে সব বদলে যায়, তবে বদলায় না বন্ধুত্ব, ভালোবাসা স্নেহ আর মানবিকতা। এই কঠিন সময়ে আমাদের পরিবার, যারা সব সময় আমাদের আত্মার সংগে মিশে, হৃদয় নিংড়ে ভালোবেসেছে তারা কিন্তু বদলায় নি। আপনার পাশের বাসার মানুষ, যারা এই মহামারিতে আমি আপনি ঘরে বন্দি থাকা অবস্থায় বাইরের সব কিছু আমাদের জন্য এনে দিয়েছে, তারা বদলায় নি। হয়ত আমরা বাসা বদলে ফেলেছি, কিন্তু আত্মীয় প্রতিবেশী আর বন্ধুদের জন্য বরাদ্দ রাখা ভালোবাসা কিন্তু বদলায় নি।
চলুন নতুন বছরে শপথ করি, একে অপরের পাশে থাকার। সবার কাজে না লাগতে পারলেও দূর থেকে প্রার্থণাতে স্বজনদের স্মরণে রাখার। চলে তো সবাইকে যেতে হবে, চলুন নতুন এই সময়ে ভালো কাজের বীজ বুনে দেই পরবর্তী প্রজন্মের মাঝে, এক নতুন প্রত্যয়ে।