সেবাদাতার তথ্য এখন আপনার হাতের নাগালে

স্কয়ারফিটের “সার্ভিস” সেবাতে আপনি পাবেন যে কোন প্রয়োজনীর সেবা দাতার তথ্য । এই যেমন সাদমানের টাকা এবং সময় দুটোই বেঁচে যেত যদি সে তার আশে পাশের কোন আভেইলাবল ইলেক্ট্রিশিয়ানের তথ্য ফোনের মাধ্যমেই পেত । ঠিক এরকম প্রায় সবগুলো সেবাদাতার তথ্য এখন থেকে আপনি মিনিটের মাঝে পেয়ে যাবেন ।

Get information of nearby electricians using SquareFeet
Get information of nearby electricians using SquareFeet 

আজকে রাতেও ঘুম হবে না সাদমানের । এই গরমে তার ফ্যানের স্পিড একেবারে কমে গেছে । সকালে একবার মনে করেছিল ফ্যান ঠিক করতে ইলেক্ট্রিশিয়ান ডেকে  আনবে, কিন্তু সারাদিনে অফিস শেষে আর মনে থাকে নি ।

বসুন্ধরার এই এলাকাতে সহজে কোন সেবাদাতাকে খুঁজে পাওয়া যায় না, তারপর এখন আবার রাত ১২টা । রিক্সা নিয়ে অনেকটা দূরে গেল সাদমান । হয়ত তার কপালটা খারাপ । কারণ, যে দুয়েকজনের দেখা পেল, তারা কেউ ইলেক্ট্রিশিয়ান না ।

আবার এক দোকানদার বলল - “ভাইজান, ইলেক্ট্রিশিয়ান তো এখন পাইবেন না, আপনে কালকে সকালে আসেন ”।

অগ্যতা শুধু শুধু রিক্সা ভাড়া খরচ করে তাকে আবার বাসায় ফেরৎ আসতে হলো ।

সাদমানের মত আমরাও সঠিক সময়ে প্রয়োজনীয় কিছু সেবাদাতার অভাবে ভোগান্তিতে পরে যাই । তবে এখন থেকে এই ভোগান্তি কমাতে পাশে পাচ্ছেন “স্কয়ারফিট” কে  ।

কিভাবে  ?

স্কয়ারফিটের “সার্ভিস” সেবার মাধ্যমে । এখানে আপনি পাবেন যে কোন প্রয়োজনীর সেবা দাতার তথ্য । এই যেমন সাদমানের টাকা এবং সময় দুটোই বেঁচে যেত যদি সে তার আশে পাশের কোন আভেইলাবল ইলেক্ট্রিশিয়ানের তথ্য ফোনের মাধ্যমেই পেত । ঠিক এরকম প্রায় সবগুলো সেবাদাতার তথ্য এখন থেকে আপনি মিনিটের মাঝে পেয়ে যাবেন । শুধু আপনাকে স্কয়ারফিটের সার্ভিস হেল্পডেক্স - এ একটি রিকুয়েস্ট  করতে হবে ।

আবার নিজের কমিউনিটিতে একই সেবা নিয়ে, কেউ সেই সেবাদাতার তথ্যসহ রিভিউ দিয়ে থাকলে সেটাও আপনি দেখতে পাবেন একই প্ল্যাটফর্ম থেকে । তাহলে যাচাই-বাচাই এর বাড়তি ঝামেলাতে আপনাকে আর পরতে হবে না ।

আমরা চাই সাদমানের মত কেউ যেন কোনরকম জরুরী সেবা নিয়ে চিন্তায় আর না পরে । সবার রাতের ঘুম যেন আরামের হয় । কঠিন সময়ে কারো জীবন যেন সামান্য তথ্যের কারণে আরো কঠিন না হয়ে যায় ।  


বাড়ি ভাড়ার চুক্তিপত্র করে ফেলুন মিনিটে -

স্কয়ারফিট নিয়ে এলো বাড়ি-ভাড়ার চুক্তি-পত্রের সবচেয়ে সহজ ব্যবস্থা
ভবিষ্যতের জন্য এই চুক্তি-পত্র জমা থাকবে স্কয়ারফিটেই । আপনাকে এই কাগজ সংরক্ষনের জন্য বাড়তি কোন ফাইল বানাতে হবে না । দেখুন না, এইরকম ছোট-খাট কিন্তু বিতর্কিত সমস্যা গুলো আগে থেকে চুক্তির মাধ্যমে সমাধান করে ফেললে পরে আর কোন ঝামেলা হয় না । বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্কটাও থাকে অটুট ।