স্কয়ারফিট প্ল্যাটফর্মের শুভ উদ্ভোধন

স্কয়ারফিট প্ল্যাটফর্মের শুভ উদ্ভোধন

নগরবাসীকে অত্যন্ত আনন্দের সাথে “স্মার্ট প্রোপার্টি ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট - স্কয়ারফিট” এর আনুষ্ঠানিক উদ্ভোধনের খবর জানানো যাচ্ছে। পহেলা জানুয়ারী ২০২২ এ প্রতিষ্ঠানটি তাদের মোবাইল অ্যাপের সেবা চালু করার মাধ্যমে সবার জন্য সকল সেবা উন্মুক্ত করছে।

স্কয়ারফিট হলো বাংলাদেশের একটি ডিজিটাল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম । এখানে বাসা ভাড়া, সার্ভিসিং এর তথ্য, অ্যাকাউন্টিং, ভিজিটর মেইন্টেনেন্স এবং আপনার ফ্ল্যাট ম্যানেজমেন্ট জনিত যাবতীয় সব কিছু ম্যানেজ করার সুবিধা থাকবে ।

কাদের জন্য স্কয়ারফিট ?

১। বাড়িয়ালা/ফ্ল্যাট মালিক

২। ভাড়াটিয়া,

৩। কমিউনিটি মেম্বার এবং

৪। সোসাইটি মালিক/কমিটি মেম্বার গন

একনজরে দেখে নিন তাদের সেবাসমূহ কি কি-

১। একাউন্ট & বিলিংঃ প্রোপার্টি রিলেটেড সব কিছুর হিসাব রাখতে পারবেন এখানে। কোন বিলের জন্য ইনভয়েস জেনেরাশন, কিংবা কোন খাতে কত খরচ হলো সব ক্যালকুলেশন এখন হবে নিমিষেই। সাথে কালেক্ট করা যাবে যেকোন ফি।

২। বিল পেঃ সার্ভিস ফি, ভাড়া, গ্যাস, কারেন্ট বিল পে, সোসাইটির চার্জ, যেকোন বিল পে/কালেন্ট নিয়ে চিন্তা আর করতে হবে না। স্কয়ারফিটের মাধ্যমে এক নিমিষে হয়ে যাবে সব ধরনের বিল।

৩। সার্ভিসঃ রাত দুপুরে যদি ঘরের তালার চাবি ভুলে যান, কাকে ফোন করবেন জানেন তো? আমরা জানি আপনার আশে পাশে কারা কখন কোন কোন সার্ভিস দেয়। যে কোন সার্ভিস প্রোভাইডারের তথ্য পাওয়া যাবে স্কয়ারফিটে।

৪। অনলাইন নোটিশঃ স্কয়ারফিট আপনাকে দেবে অনলাইন নোটিশ তৈরী করার সুবিধা। ধরুন আজকে বিদ্যুৎ নেই, এই খবরটা আর ম্যানেজারকে দিয়ে বিল্ডিং এর সবাইকে জানাতে হবে না। এক ট্যাপের মাধ্যমেই খবর পৌছে দেওয়া যাবে সবার কাছে।

৫। প্রতিবেশীঃ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার বিল্ডিংয়ে কারা কারা থাকে সেই তথ্য আপনি জানতে পারবেন।

৬। গেটকীপারঃ বাসায় কে আসছে কিংবা যাচ্ছে তার ডিজিটাল মেইনটেনেন্স পাবেন স্কয়ারফিটে।

আপনার সময়ের মূল্য স্কয়ারফিট জানে। তাইতো নিয়ে এসেছে এমন এক প্ল্যাটফর্ম যেখানে একেবারেই সবকিছু পেয়ে যাবেন। প্রয়োজন, যোগাযোগ, জরুরী সেবা, নোটিশ, মিটিং  কিংবা বিল দেওয়া সব হবে অনলাইনে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন -  

মোবাইলঃ ০১৯৪০৩০১০০০

ফেসবুকঃ https://www.facebook.com/squarefeet.xyz/

ইমেইলঃ http://Info@squarefeet.xyz

অফিস ঠিকানাঃ বাসা নং-১৪, রোড নং -১৬/এ, গুলশান-১, ঢাকা