সেই যে তারা ঘর থেকে বাইরে গেলেন, ফিরে আর আসেন নি

তারা সেদিন তাদের বাড়িতে, নিজের ঘরেই ছিলেন। হয়ত কখনো ভাবতে পারেন নি সেই নিরাপদ আশ্রয় থেকেই তাদের ধরে নিয়ে যাওয়া হবে হত্যা করতে। আর কখনো ফিরতে পারবেন না নিজেদের আবাসস্থলে। ডাঃ ফজলে রাব্বির বাড়ির পাঁচিল পারেনি তাকে রক্ষা করতে…

intellectuals of bangladesh are killed in 1971
১৪ই ডিসেম্বরের পর আমাদের অনেক বুদ্ধিজীবীরা আর ঘরে ফিরতে পারেন নি 

১৪ই ডিসেম্বর ১৯৭১, অন্যসব দিনের মতো সেদিনও নিজ গৃহে বিশ্রাম করছিলেন ডাঃ ফজলে রাব্বি। তার পাঁচিল ঘেরা বাড়ির সামনে এসে থামল একটি গাড়ি। সেখান থেকে ৬-৭ জন আলবদর নেমে দরজা ধাক্কা দিচ্ছে। কিন্তু কোন সাড়া না পেয়ে পাঁচিল টপকে তারা ঢুকে পড়ল ভেতরে। তারপর…

1 tank is passing by a neighborhood of Bangladesh in 1971
ট্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছে হানাদার আর রাজাকারেরা, ছবি - ঢাকা ট্রিবিউন

এভাবে সেদিন আমরা হারিয়েছি সাংবাদিক শহীদুল্লা কায়সার, অধ্যাপক মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, সন্তোষ ভট্টাচার্য, গিয়াসউদ্দীন আহমেদ, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, আ ন ম গোলাম মোস্তফা, বিবিসির সাংবাদিক নিজামুদ্দীন আহমদ, পিপিআইয়ের ব্যুরোপ্রধান সৈয়দ নিজামুল হক,ডা. আবদুল আলীম চৌধুরী, শিলালিপির সম্পাদক সেলিনা পারভিনসহ আরও অনেক মূল্যবান মানুষকে।

one dead body within bricks and rain water
এই নির্মম মৃত্যু কি তাদের প্রাপ্য ছিলো, চিত্রশিল্পী - রাশিদ তালুকদার

একটি আনুমানিক পরিসংখ্যান বলে বিজয়ের ঠিক দুই দিন আগে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৫২ জন আইনজীবী এবং নাম না জানা অনেকগুলো বুদ্ধিজীবী শহীদ হন। আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে তারা থাকলে হয়তো আরো অন্যন্য উচ্চতায় পৌঁছাতে পারত। তাদের প্রাণের এই ঋণ কখনোই মেটাবার নয়।

intellectual monument in Rayer Bazar, Bangladesh
শহীদ বুদ্ধিজীবী সৃতিসৌধ, রায়ের বাজার, ছবি - offroadbangladesh

তারা সেদিন তাদের বাড়িতে, নিজের ঘরেই ছিলেন। হয়ত কখনো ভাবতে পারেন নি সেই নিরাপদ আশ্রয় থেকেই তাদের ধরে নিয়ে যাওয়া হবে হত্যা করতে। আর কখনো ফিরতে পারবেন না নিজেদের আবাসস্থলে। ডাঃ ফজলে রাব্বির বাড়ির পাঁচিল পারেনি তাকে রক্ষা করতে…

তেমনি রাজাকারদের পাশবিক মনুষ্যত্বের হাত থেকে এতগুলো প্রাণ পারে নি বাঁচতে। তাই তাদের এই ত্যাগ স্মরণে রাখতে, আমরা বাংলাদেশীরা ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি।


References -

১। দৈনিক প্রথম আলো

২। ঢাকা ট্রিবিউন

৩। Bangladesh Old Photo Archive

৪। off road Bangladesh


স্কয়ারফিট সম্পর্কে জানতে পড়তে পারেন -

যে প্রান্তে রিয়েল এস্টেটের কাজ শেষ, ঠিক সেখানেই স্কয়ারফিটের ভূমিকা শুরু
যখন আপনার বিল্ডিং পরিচালনা আপডেট হবে, তখন ভাড়াটিয়াদের যেমন সুবিধা হবে, তেমনি বাড়ির মালিক হিসেবে অনেক জটিল দায়িত্বগুলো আপনি নিমিষেই পালন করে ফেলতে পারবেন ।