এখন থেকে সকল প্রয়োজনে পাশের বাড়ির মানুষকে সবসময় পাবেন আপনার পাশে

বুঝলে সুমনা, মাঝে মাঝে ভাবি, আমাদের কমিউনিটিতে স্কয়ারফিট এসে কত সুবিধাই না হয়েছে । আগে তো প্রতিবেশীদের মাঝে এতটা ভালো সম্পর্ক ছিলো না । এখন আমরা সবাই কত কানেক্টেড । আগে তো কারো আপদে বিপদে অন্যজনকে ডাকতে খুব সংকোচ হত । আর এখন দেখ, আমরা যেন মিলে মিশে এক পরিবার হয়ে থাকি ।

delivery man is supplying goods
Your neighbour can save your day
“সুখবর সুখবর সুখবর । আমাদের সজীব ভাই খাবারের দোকান দিয়েছেন, সেই সাথে থাকবে হোম ডেলিভারির সুব্যবস্থা - আপনাদের যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, আফটার অল, ঘরের মানুষের দোকান বলে কথা । আর সজীব ভাই কংগ্রাচুলেশন্স ম্যান ।”

- এই তো সেই নোটিশ তাই না সুমনা ?

হ্যাঁ এই নোটিশটাই, সজীব ভাইয়ের নাম্বারটা একটু উনার প্রফাইল থেকে বের করে দাও না প্লিজ ।

- দিচ্ছি সুমনা, এবার তো বল হয়েছেটা কি? আমরা কি আজকে রাতে হোম ডেলিভারি নিচ্ছি নাকি ?

না না, আমাদের পাশের বাড়ির মনি আছে না ? ওকে আজকে দেখতে এসেছে । ওদের মনিকে খুব পছন্দ হয়েছে তাই আজকেই বিয়ে পড়িয়ে নিয়ে যেতে চাচ্ছে । কিন্তু খাবার রান্না করার মত সময় ওদের হাতে নেই ।

- ও তাই বল, তবে আমার জন্য একটা প্যাকেট রেখে দিতে বল । আমি তো নোটিশটা খুঁজে পেলাম তাই না ?

আচ্ছা আচ্ছা, তুমি যে পেটুক তা আর নতুন করে সবাইকে জানাতে হবে না । প্যাকেট পেয়ে যাবে ।

- বুঝলে সুমনা, মাঝে মাঝে ভাবি, আমাদের কমিউনিটিতে স্কয়ারফিট এসে কত সুবিধাই না হয়েছে । আগে তো প্রতিবেশীদের মাঝে এতটা ভালো সম্পর্ক ছিলো না । এখন আমরা সবাই কত কানেক্টেড । আগে তো কারো আপদে বিপদে অন্যজনকে ডাকতে খুব সংকোচ হত । আর এখন দেখ, আমরা যেন মিলে মিশে এক পরিবার হয়ে থাকি ।

হয়েছে হয়েছে, নাম্বারটা এবার আমাকে দাও, অর্ডার দিতে হবে যে । কারণ আমার আরেক পরিবারের হাতে তো সময় নেই মিস্টার ।


বিল-পে নিয়ে থাকবে না আর কোন ঝামেলা-

বাংলাদেশের বাসা-বাড়ির সকল বিল এখন পে হবে এক মিনিটে
রহিম মিয়ার মত আমরা সবাই কখনও না কখনও ভাবি এই ভোগান্তিগুলো পোহানো ছাড়া সকল ধরনের বিল গুলো পে করা আদৌ সম্ভব কি না ? জ্বি, সম্ভব, কারণ স্কয়ারফিট নিয়ে এসেছে এই সুবিধা ।