প্রতিবেশীদের মাঝে সম্পর্ক এখন হবে আরো দৃঢ়

হিমু মাষ্টার্স করতে বিদেশ যেতে চায় । সে নিজে নিজে কয়েকটি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে । তবে আবেদনের পরের ধাপে কি করতে হবে সেই সম্পর্কে কারো ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে পারলে খুব ভালো হত । কেননা হিমু দেখেছে ইন্টারনেটে বিদেশ যাওয়া নিয়ে একদম সুস্পষ্ট এবং শতভাগ বিশ্বাসযোগ্য কোন গাইডলাইন নেই ।

বেশ কয়েকদিন পরে হিমুর আব্বা বললেন - “ স্কয়ারফিটের নিউজফিডে দেখতে পেলাম আমাদের কমিউনিটিতে একজন বিদেশ থেকে পি এইচ ডি করে এসেছে । এখান থেকেই তুমি তার সাথে কন্টাক্ট করতে পারো ।”

হিমু যেন আকাশের চাঁদ হাতে পেল, কারণ গতকালকেই একজন প্রফেসর তাকে মেইল করেছেন । এই সময়েই তার একজনের হাতে কলমে সাহায্য খুব প্রয়োজন । আর দেরি না করে হিমু তার প্রফাইল থেকে তার নাম্বারে যোগাযোগ করল ।

সেই প্রতিবেশীর সাহায্যে হিমু সফলভাবে বৃত্তি তো পেলই, সাথে বিদেশে যাওয়ার আগে এবং পরে প্রতিটি সমস্যাতে পাচ্ছে নির্দেশনা ।

এভাবে প্রতিবেশীর কারণে হিমুর মত সাহায্য পাচ্ছে হাজারো মানুষ । স্কয়ারফিট শুধু আপনাদের মাঝের সেতুবন্ধন আরো দৃঢ় করতে সাহায্য করে করে । আপনি আপনার প্রতিবেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তো ?


আপনার বাড়ির দারোয়ানের দায়িত্বগুলো কি কি জানেন তো ?

আপনার বাসার দারোয়ানের কি কি দায়িত্ব রয়েছে, জানেন তো ?
আপনার দারোয়ান এমন একজন কর্মী, যার নিয়োগ এবং নিয়ন্ত্রণ দুটোই হতে হবে নির্ভুল। তার সঠিক প্রশিক্ষণ না থাকলে হুমকিতে পড়তে পারে অনেকগুলো জীবন ।