প্রয়োজনে যাদের উপর আগে নির্ভর করবেন, তারা আপনার প্রতিবেশী

মিমি স্কয়ারফিটে একটা ব্যবহৃত স্ট্রলার এর জন্য পোস্ট করলে তার কিছুক্ষণ পরে জামাল সাহেব তাকে জানালেন যে, তার বাসায় একটা স্ট্রলার পরে আছে এবং শুধু শুধু ঘরের জায়গা নষ্ট হচ্ছে । মিমি যেন তার বাসায় দাওয়াত খেতে আসে এবং বাবুর জন্য সেটা নিয়ে যায় ।

an women carrying her baby in stroller, another boy is in the road on a bike
Neighbours in a community of Bangladesh are the most reliable person

ইমরান, তুমি চলে যাওয়ার পরে বাবু একটুও ঘরে থাকতে চায়  না । ওকে কোলে নিয়ে বাইরে দিয়ে বেড়িয়ে আসতে আমি হাঁপিয়ে যাই । দেখনা একটা স্ট্রলার যদি পাওয়া যেত, তাহলে ওকে নিয়ে সুন্দরভাবে বাইরে থেকে ঘুরে আসতে পারতাম ।

- মন্দ বলনি মিমি । তবে, একটা স্ট্রলার কিনলে আর কয়দিন ব্যবহার করতে পারবে বল ?

মানে ? তাহলে কি করব ?

- শোন না, বলছি কি, আমাদের বাবু তো একটু বাড়ন্ত, তার উপর তাড়াতাড়িই হাটতে শিখে যাবে বলে আমার বিশ্বাস । এখন নতুন একটা স্ট্রলার না কিনে, যদি সেকেন্ড হ্যান্ড একটা কিনি তাহলে ভালো হত ।

হ্যাঁ, সেটা মন্দ বলনি । তাহলে এক কাজ করি বুঝলে, স্কয়ারফিটে খোঁজ নিয়ে দেখি কারো কাছে বাড়তি আছে কিনা ।

মিমি স্কয়ারফিটে একটা ব্যবহৃত স্ট্রলার এর জন্য পোস্ট করলে তার কিছুক্ষণ পরে জামাল সাহেব তাকে জানালেন যে, তার বাসায় একটা স্ট্রলার পরে আছে এবং শুধু শুধু ঘরের জায়গা নষ্ট হচ্ছে । মিমি যেন তার বাসায় দাওয়াত খেতে আসে এবং বাবুর জন্য সেটা নিয়ে যায় ।

আজকে বিকেলে বাবুকে স্ট্রলারে করে নিয়ে যখন মিমি বের হল, তখন মনে মনে ভাবল -

“আমাদের প্রতিবেশীরা কত ভালো, আগে তো কারো সাথেই তেমন যোগাযোগ হত না । স্কয়ারফিটের কল্যাণে এখন যে কোন প্রয়োজনে আগে আমরা কমিউনিটিতে জানাই । এতে করে দ্রুত সময়ে যেমন সমস্যার সমাধান হয়, তেমনি প্রতিবেশীদের মাঝে সম্পর্ক আরো ভালো হয় । “

এখন থেকে সেবাদাতার তথ্য নিয়ে আর কোন ঝামেলা পোহাতে হবে না -

সেবাদাতার তথ্য এখন আপনার হাতের নাগালে
স্কয়ারফিটের “সার্ভিস” সেবাতে আপনি পাবেন যে কোন প্রয়োজনীর সেবা দাতার তথ্য । এই যেমন সাদমানের টাকা এবং সময় দুটোই বেঁচে যেত যদি সে তার আশে পাশের কোন আভেইলাবল ইলেক্ট্রিশিয়ানের তথ্য ফোনের মাধ্যমেই পেত । ঠিক এরকম প্রায় সবগুলো সেবাদাতার তথ্য এখন থেকে আপনি মিনিটের মাঝে পেয়ে যাবেন ।