প্রয়োজনে যাদের উপর আগে নির্ভর করবেন, তারা আপনার প্রতিবেশী
ইমরান, তুমি চলে যাওয়ার পরে বাবু একটুও ঘরে থাকতে চায় না । ওকে কোলে নিয়ে বাইরে দিয়ে বেড়িয়ে আসতে আমি হাঁপিয়ে যাই । দেখনা একটা স্ট্রলার যদি পাওয়া যেত, তাহলে ওকে নিয়ে সুন্দরভাবে বাইরে থেকে ঘুরে আসতে পারতাম ।
- মন্দ বলনি মিমি । তবে, একটা স্ট্রলার কিনলে আর কয়দিন ব্যবহার করতে পারবে বল ?
মানে ? তাহলে কি করব ?
- শোন না, বলছি কি, আমাদের বাবু তো একটু বাড়ন্ত, তার উপর তাড়াতাড়িই হাটতে শিখে যাবে বলে আমার বিশ্বাস । এখন নতুন একটা স্ট্রলার না কিনে, যদি সেকেন্ড হ্যান্ড একটা কিনি তাহলে ভালো হত ।
হ্যাঁ, সেটা মন্দ বলনি । তাহলে এক কাজ করি বুঝলে, স্কয়ারফিটে খোঁজ নিয়ে দেখি কারো কাছে বাড়তি আছে কিনা ।
মিমি স্কয়ারফিটে একটা ব্যবহৃত স্ট্রলার এর জন্য পোস্ট করলে তার কিছুক্ষণ পরে জামাল সাহেব তাকে জানালেন যে, তার বাসায় একটা স্ট্রলার পরে আছে এবং শুধু শুধু ঘরের জায়গা নষ্ট হচ্ছে । মিমি যেন তার বাসায় দাওয়াত খেতে আসে এবং বাবুর জন্য সেটা নিয়ে যায় ।
আজকে বিকেলে বাবুকে স্ট্রলারে করে নিয়ে যখন মিমি বের হল, তখন মনে মনে ভাবল -
“আমাদের প্রতিবেশীরা কত ভালো, আগে তো কারো সাথেই তেমন যোগাযোগ হত না । স্কয়ারফিটের কল্যাণে এখন যে কোন প্রয়োজনে আগে আমরা কমিউনিটিতে জানাই । এতে করে দ্রুত সময়ে যেমন সমস্যার সমাধান হয়, তেমনি প্রতিবেশীদের মাঝে সম্পর্ক আরো ভালো হয় । “