দূরত্ব নয়, এখন থেকে প্রতিবেশীদের স্নেহে বেড়ে উঠবে আপনার শিশু

রিতা, দেখছ পাশের বাসার (building) সামরিন আন্টি আর লতা ভাবী তোমাকে সাহায্য করতে চেয়েছেন । তুমি উনাদের নাম্বারগুলো রাখ । উনাদের সাথে কথা বলে নিও ।

mother and neighbour are together helping a baby to take bath
Now, your child will get more affection from neighbours in Bangladesh


প্রথম বাচ্চা, অনেক কিছু একা বুঝবে না । একটু দেখে-শুনে থাকবে কেমন?

- মা, তুমি আর কয়েকটা দিন থেকে যেতে পারো না ?

পাগলি, এই কটা মাস থাকলাম, তাতে হলো না ? আর তোমাকে বাবাকেও তো দেখে রাখতে হয়, আমাদের বয়েস কম তো হলো না ।

- আমি কি একা একা পারব মা সবকিছু করতে?

কেন রাহাত আছে তো, ও যতক্ষণ থাকবে ওর কাছ থেকে সাহায্য নেবে ।

- আচ্ছা মা, দোয়া রেখো আমাদের জন্য ।

তবে আসি কেমন ? নানুভাই, ভালো থেকো ।

মা চলে গেলে রিতার খুব খারাপ লাগল । একে তো এখানে সে নতুন, তার সাথে একটা নবাগত প্রাণের দায়িত্ব । সে চিন্তা করতে লাগল একা একা কি কি তার পক্ষে করা সম্ভব, আর কি কি নয় ।

- রাহাত, তুমি তো সকাল সকাল অফিস চলে যাও, বাকী সব কাজ আমি একা করে ফেলতে পারলেও বাবুর গোসলের কি হবে ? এত ছোট বাচ্চা আমি একা কিভাবে সামাল দেব ?  

রিতা তোমাকে তো একটা ম্যাজিক দেখানো এখনো বাকী ।

- কি ম্যাজিক রাহাত ?

আমার পাশে বসো । হ্যাঁ, আমার ফোনে দেখতে পাচ্ছ এটা স্কয়ারফিট (SquareFeet) । আমাদের কমিউনিটি (Community) এই সেবাটা ব্যবহার করে । এখান থেকে আমি আমার প্রতিবেশীদের (Neighbour) তথ্য দেখতে পাই । নিজের খুশির সংবাদ, কিংবা প্রয়োজন সব এইখানে প্রতিবেশীদের সাথে শেয়ার করা যায় । আমি আমাদের বাবুর গোসলের সময় কারো সাহায্যের জন্য পোস্ট দিচ্ছি , দেখা যাক কি হয় ।

- আচ্ছা, ততক্ষণে আমি ভাতটা বেড়ে ফেলি, তুমি বাবুকে ধরো ।

রিতা, দেখছ পাশের বাসার (building) সামরিন আন্টি আর লতা ভাবী তোমাকে সাহায্য করতে চেয়েছেন । তুমি উনাদের নাম্বারগুলো রাখ । উনাদের সাথে কথা বলে নিও ।

- সত্যি , আম্মু চলে যাওয়ার পর থেকে খুব একা লাগছিল । এখন দেখছি আমাদের প্রতিবেশীরা আমাদের কত ভালোবাসেন । ধন্যবাদ রাহাত ।

ধন্যবাদটা স্কয়ারফিট আর আমাদের কমিউনিটির প্রাপ্য । তারা যেভাবে আমাদের সকল সুখ-দুঃখে পাশে থাকে, তা সত্যি অভাবনীয় ।


বাড়ি ভাড়ার রশিদ সম্পর্কে আপনি সচেতন তো ?

বাংলাদেশের আইন অনুসারে বাড়ি ভাড়ার রশিদ দিচ্ছেন তো?
সমীক্ষাতে দেখা গেছে, বেশিরভাগ বাড়িওয়ালা বাড়ি ভাড়া নেওয়ার সময় কোন রশিদ দেন না । লেন-দেনটা যদি হয় বাড়ি ভাড়া দেওয়া নেওয়া, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের সার্ভে বলছে প্রায় ৬১.১% বাড়িওয়ালা কোন ধরনের রশিদ কখনো দেন না।