বাংলাদেশের বাসা-বাড়ির সকল বিল এখন পে হবে এক মিনিটে
রহিম মিয়ার মত আমরা সবাই কখনও না কখনও ভাবি এই ভোগান্তিগুলো পোহানো ছাড়া সকল ধরনের বিল গুলো পে করা আদৌ সম্ভব কি না ? জ্বি, সম্ভব, কারণ স্কয়ারফিট নিয়ে এসেছে এই সুবিধা ।
রহিম মিয়া বিল্ডিংয়ের সবার বিলের টাকা নিয়ে তাড়াতাড়ি হাটা দিলেন । কাঠফাটা গরমে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজকেই ব্যাংকে যেতে হবে । কেননা আজকে বিল দেওয়ার শেষ তারিখ ।
ব্যাংকে যেয়ে রহিম মিয়া বিশাল লাইনের পেছনে দাঁড়ালেন । অনেকক্ষণ পরে তিনি বিল দিয়ে বাসায় ফিরতে ফিরতে তিনি ভাবলেন যদি এই বিলগুলো তিনি ঘরে বসে দিতে পারতেন, তাহলে কতই না ভালো হত ।
রহিম মিয়ার মত আমরা সবাই কখনও না কখনও ভাবি এই ভোগান্তিগুলো পোহানো ছাড়া সকল ধরনের বিল গুলো পে করা আদৌ সম্ভব কি না ? জ্বি, সম্ভব, কারণ স্কয়ারফিট নিয়ে এসেছে এই সুবিধা ।
চলুন তবে দেখে নেই স্কয়ারফিটের “বিল পে” সেবার বিস্তারিত -
বিদ্যুৎ কিংবা গ্যাসের বিল এক ট্যাপে করুন পে
এই সেবার মাধ্যমে আপনি বিদ্যুৎ এবং গ্যাসের বিল দিতে পারবেন খুব সহজে । তারপর বিলের রশিদটাও সংরক্ষিত থাকবে এখানেই ।
বাড়িভাড়া পেতে আর যেতে হবে না কারো কাছে
যারা বাড়িওয়ালা তারা জানেন বাড়ি ভাড়া চাইতে যাওয়া কতটা অস্বস্তিকর একটা কাজ । এখন থেকে আপনার ভাড়াটিয়া এর সেবার মাধ্যমে বাসা ভাড়া পাঠিয়ে দেবে মূহুর্তের মধ্যে ।
সার্ভিস চার্জ, হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা এখন সহজ
সকল ধরনের সার্ভিস চার্জ কিংবা হোল্ডিং ট্যাক্স সব পরিশোধ করতে পারবেন আপনার মোবাইল থেকে ।
লেন-দেন জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা জানে স্কয়ারফিট । জীবনকে সহজ করতে তাই নিয়ে এসেছে এই “বিল পে” সেবাটি । ব্যাংকের বিশাল লাইন এখন থেকে ভুলে যান । ডিজিটাল বাংলাদেশের সাথে আপনার লেন-দেনটা করে ফেলুন আপডেট ।
কমিউনিটির সুরক্ষা নিয়ে চিন্তিত ? এসে গেছে স্কয়ারফিট -