বাংলাদেশে আর হবে না কমিউনিটি মিটিং নিয়ে বাড়তি কোন ঝামেলা

ফিরোজ সাহেব এবং করিম সাহেব একে অন্যকে দোষটাও আর দিতে পারছেন না । কারণ স্কয়ারফিট নিয়ে এসেছে কমিউনিটির জন্য স্পেশাল সার্ভিস

বাংলাদেশে আর হবে না কমিউনিটি মিটিং নিয়ে বাড়তি কোন ঝামেলা

ফিরোজ সাহেব আর করিম সাহেবের মাঝে প্রতি কমিউনিটি মিটিং এ ঝামেলা হবেই হবে । একজনের  কথার বিপরীতে অন্যজন যদি যুক্তি না দেয় তাহলে যেন এই কমিউনিটি মিটিং অপূর্ণ থকে যায় ।  

কিন্তু এরকম ঝামেলা দেখে দেখে কমিউনিটির বাকীরা হয়ে গেছে বিরক্ত । তারমধ্যে আবার ফিরোজ সাহেব এবারের ট্রেজারার, করিম সাহেব প্রতি মিটিংয়ে টাকা মারার একটা ইংগিত দিয়েই যাচ্ছেন । করিম সাহেবকেই বা পুরো দোষটা দেই কিভাবে, আগের বার যখন তিনি ট্রেজারার ছিলেন ফিরোজ সাহেবও তাকে কম প্যাঁচে ফেলার চেষ্টা করেন নাই ।  

এরকম ঝামেলা আর কিন্তু দেখতে হবে না আপনার কমিউনিটিতে । কেন ?

কারণ স্কয়ারফিট নিয়ে এসেছে কমিউনিটির জন্য স্পেশাল সার্ভিস । এখন থেকে আপনাদের কমিউনিটির যত ধরনের এজেন্ডা আছে সেটা তুলে ধরতে পারবেন অনলাইনে, আমাদের প্ল্যাটফর্মে । আবার কাকে কোন পদে চান তা নিতে দিতে পারবেন ভোট । কেউ একে অন্যের দিকে তুলতে পারবেন না আংগুল, কেননা হিসেবের ইনভয়েসও তৈরী হবে এই স্কয়ারফিটেই ।

সুতরাং, কোন খাতে কত টাকা ব্যয় হলো তা নিয়ে সবাই পাবেন স্বচ্ছতা । মতামত দিবেন বাসায় বসে চা খেতে খেতে অনলাইন মিটিংয়ের মাধ্যমে । আর হ্যাঁ, ফিরোজ সাহেব আর করিম সাহেব আর একে অন্যকে দোষটাও আর দিতে পারছেন না । তাই আপনাদের কমিউনিটিতে এখন উড়বে শান্তির সাদা পায়রা ।

তবে আর দেরি কেন, চলে আসুন স্কয়ারফিটে ।


বাড়ি ভাড়া পুনঃনির্ধারণ নিয়ে আর থাকবেনা কোন দ্বিধা -

বাংলাদেশের আইন অনুসারে বাড়ি ভাড়া পুনঃনির্ধারণের সঠিক সময় কখন ?
তিনি গত ৬ বছরে ভাড়াটিয়াদের কথা চিন্তা করে ১ টাকাও বাড়ি ভাড়া বাড়ান নাই । রহিম সাহেবের মত এমন দ্বিধা-দ্বন্দের জবাব কিন্তু বাড়ি বাংলাদেশের ভাড়া আইনে সুন্দর করে উল্লেখ করা আছে । চলুন তবে বিস্তারিত জেনে আসি ।