১৬ই ডিসেম্বরে রেডিওতে যখন শুনলাম বাংলাদেশ স্বাধীন, তখন সকল আনন্দের মধ্যে একটা কথাই মাথায় বেশী করে ঘুরপাক খাচ্ছিল, “এবার তবে বাড়ি ফিরতে পারব, কথা বলতে পারব আমার প্রাণের বাংলা ভাষায়।” ১৬ ডিসেম্বর শুধু আমাদের বিজয় দিবস না, হারিয়ে ফেলা বাড়িতে আবার ফিরে আসার অর্জিত প্রতিশ্রুতির আরেকটা নাম।