যে প্রান্তে রিয়েল এস্টেটের কাজ শেষ, ঠিক সেখানেই স্কয়ারফিটের ভূমিকা শুরু


স্কয়ারফিট একটি ডিজিটাল প্রপার্টি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম । রিয়েল এস্টেট কোম্পানি আপনার জমিতে একটি পরিপূর্ণ বিল্ডিং তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত সব দায়িত্ব পালন করে ।  বিল্ডিং হস্তান্তরের পরেই তাদের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যায় । কিন্তু একটা বিল্ডিং রক্ষণাবেক্ষণ এবং সঠিকভাবে পরিচালনা করতে বাড়তি অনেক কিছু করে যেতে হয় ।  

রিয়েল এস্টেট আপনার কাংখিত বিল্ডিং তৈরী করে -

আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনেক । যে তুলনায় ছোট্ট বাংলাদেশে জমির পরিমান খুব কম । এক অর্থে যাদের জমি আছে কিংবা যারা জমি কেনার সামর্থ্য রাখে তাদের জন্যে এটি একটি সুবর্ণ সুযোগ । কিভাবে ? - যদি আপনি অল্প পরিমাণ জায়গাতেও খুব ভালো প্ল্যানিং করে সুন্দর এবং বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন বিল্ডিং বানিয়ে ফেলতে পারেন, তবে এতে যেমন আপনার একটি স্থায়ী সম্পদ তৈরী হয়ে গেল, তেমনি আপনি অনেক মানুষকে বাড়ি ভাড়াও দিতে পারবেন । এবং ঢাকাতে ঠিক এই কারণেই জমির দাম আকাশ ছোঁয়া । তার সাথে সাথে অন্যান্য শহরেও ফ্ল্যটের চাহিদা বেড়ে চলেছে ।    

এরপরেই আপনার সাহায্যে এগিয়ে আসে স্কয়ারফিট -

আবার যখন আপনার বিল্ডিংয়ের পরিচালনাতে আপনি প্রযুক্তি ব্যবহার করবেন, তখন ভাড়াটিয়াদের যেমন সুবিধা হবে, তেমনি বাড়ির মালিক হিসেবে অনেক জটিল দায়িত্বগুলো  আপনি নিমিষেই পালন করে ফেলতে পারবেন ।  


এই সুবিধাটুকু পেতে হলে আপনার রিয়েল এস্টেট এবং ডিজিটাল বিল্ডিং ম্যানেজমেন্ট দুটি সম্পর্কেই ভাল ধারনা থাকতে হবে । এই দুটি সেক্টর আসলে আপনার সম্পদের জন্যে সেতুবন্ধনের মত কাজ করে । যা আপনি জানতে পারবেন স্কয়ারফিট থেকে খুব সহজেই ।


এক নজরে দেখে নিন ২০২১ সালে "প্রোপার্টি ম্যানেজমেন্ট" কি কি প্রযুক্তি ব্যবহার করে -

প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা
একবিংশ শতাব্দি মানুষকে আরো উন্নত করেছে, তেমনি উন্নত করেছে প্রোপার্টি ম্যানেজমেন্ট খাতকে । আপনার কাজের সহজলভ্যতার জন্যেই এই খাতে প্রযুক্তির অবতারণা । দেখুন না কতটা সহজ এবং সুরক্ষিত সবগুলো সেবা বাসা-বাড়ির জন্য চলে এসেছে । দেখবেন নাকি এদের মাঝে কিছু অনুসন্ধান করে? আপনার ভালো লাগতেও পারে ।