আপনার বাসার দারোয়ানের কি কি দায়িত্ব রয়েছে, জানেন তো ?

বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে দারোয়ানের পরিসীমা সম্পর্কে আমাদের সবারই কিছুটা জ্ঞান রাখা উচিৎ ।

একজন দারোয়ান কিন্তু বাকি সব কর্মচারীর চেয়ে আলাদা । কারণ তিনি কাজ করে থাকেন আমাদের বাসার অভিভাবক হিসেবে । তার সিদ্ধান্তের উপরই সবার প্রাথমিক নিরাপত্তা নির্ভর করে ।

তাহলে আসুন জেনে নেই, একজন পেশাদার দারোয়ানের দায়িত্বগুলো সম্পর্কে -

১। যেকোন ব্যক্তির প্রবেশ নির্ধারণ

২। বাইরের কোন দুর্যোগের খবর সবাইকে দ্রুত জানানো

৩। বহিরাগতদের পর্যবেক্ষণ

৪। অতিথিদের আমন্ত্রণ জানানো, এবং নির্দিষ্ট ভাড়াটিয়াকে অবগত করা

৫। জরুরি সেবার সকল নম্বর সংরক্ষণ করা

৬। ঠিকমত যাচাই করার পর গাড়ির জন্য প্রধান ফটক খোলা এবং বন্ধ করা

৭। যেকোন সেবা-দাতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা

৮। বাচ্চাদের বাইরে যাওয়া এবং আসা সম্পর্কে অভিভাবককে জানানো

৯। প্রয়োজনে কারো বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ রাখা

১০। ভাড়াটিয়ার আমানত যাচাই-পূর্বক সংরক্ষণ করা এবং সঠিকভাবে ফেরত দেওয়া

১১। জরুরি সেবার প্রশিক্ষণ রাখা, যেমন - ফায়ার ড্রিল, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্পে করণীয় ইত্যাদি।

আপনার দারোয়ান এমন একজন কর্মী, যার নিয়োগ এবং নিয়ন্ত্রণ দুটোই হতে হবে নির্ভুল । তার সঠিক প্রশিক্ষণ না থাকলে হুমকিতে পড়তে পারে অনেকগুলো জীবন ।

স্কয়ারফিট যোগ্য দারোয়ান নির্বাচনে আপনাকে সাহায্য করতে পারে । যাতে আপনাদের জীবন থাকে নিশ্চিন্ত এবং ঝুঁকি মুক্ত ।


প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরো সুন্দর করে তুলুন স্কয়ারফিটের সাহায্যে -

পরিবারের পরে প্রতিবেশীরাই তো আপনজন
আগে যেখানে পাশের বাসায় কে এলো, কে গেলো জানার উপায় ছিল না, এখন “প্রতিবেশী” সেবার জন্য সেখানে প্রায় সবার খবরটাই জানা । একসাথে আড্ডা দেওয়ার সময়টাও এখানেই ঠিক করে নেয় তুলি ।