২০২১ সালে বাংলাদেশের প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা । এপিসোড - এক

একবিংশ শতাব্দি মানুষকে আরো উন্নত করেছে, তেমনি উন্নত করেছে প্রোপার্টি ম্যানেজমেন্ট খাতকে । আপনার কাজের সহজলভ্যতার জন্যেই এই খাতে প্রযুক্তির অবতারণা । দেখুন না কতটা সহজ এবং সুরক্ষিত সবগুলো সেবা বাসা-বাড়ির জন্য চলে এসেছে । দেখবেন নাকি এদের মাঝে কিছু অনুসন্ধান করে? আপনার ভালো লাগতেও পারে ।

২০২১ সালে বাংলাদেশের প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা । এপিসোড - এক

প্রযুক্তির রাজত্ব এখন সব জায়গায় । এই মহামারি এসে যেন প্রযুক্তিতে মানুষকে আরো বেশি অভ্যস্ত করে তুলেছে । বাংলাদেশ ও কিন্তু প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই । এর ছাপ পড়েছে প্রোপার্টি ম্যানেজমেন্ট খাতেও ।

এক নজরে দেখে নেই কিভাবে এই খাত উন্নত হচ্ছে প্রযুক্তির মাধ্যমে -  

১। ভাড়া নেওয়ার ডিজিটাল পদ্ধতিঃ (Online Rent Payment)

পুরাতন ভাবে আর কত ভাড়ার জন্যে ভোগান্তি পোহাবেন ! নতুন সময়ে ভাড়া দেবে ভাড়াটিয়া নিজে । জ্বি হ্যাঁ, অধিকাংশ বাড়িওয়ালা এখন ভাড়া নেন অনলাইনে । এতে যেমন সময় বাঁচে তেমনি বাড়িওয়ালা-ভাড়াটিয়ার সম্পর্ক থাকেক অটুট । সাথে ডিজিটাল রসিদ তো রয়েছেই ।

২। যোগাযোগে স্মার্টনেসঃ (Smart Communication)

নোটিশ বোর্ড কে আর দেখে এই সময়ে, সবাই চায় খবরগুলো আসুক তাদের মোবাইলে । আজকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ করে যোগাযোগের কাজগুলো সেরে ফেলা যায় সহজেই । আবার আছে বিভিন্ন প্রপার্টি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম । এরা একটা আলাদা সেকশন রেখে দেয় শুধু যোগাযোগের জন্য ।

৩। এক মিনিটে সার্ভিস চার্জঃ (One Tap Charge Payment)

মর্ডান বাড়িওয়ালারা কিন্তু সার্ভিস চার্জ আর খাতা কলমে হিসেব করতে বসেন না । প্রপার্টি ম্যানেজমেন্টের অ্যাপে এগুলো হিসেব হয় সহজেই । তারপর এক মিনিটেই টাকাটা পৌঁছে যায় সমিতি কিংবা ব্যাংকে ।

চলবে .....


পরের পর্ব -

২০২১ সালে বাংলাদেশের প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা ।এপিসোড - দুই
আগের পর্বে আমরা প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির কিছু ভূমিকার উদাহরণ দেখেছিলাম । চলুন এই পর্বে আরো কিছু উদাহরণ দেখে নেই ।