২০২১ সালে বাংলাদেশের প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা ।এপিসোড - দুই

আগের পর্বে আমরা প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির কিছু ভূমিকার উদাহরণ দেখেছিলাম । চলুন এই পর্বে আরো কিছু উদাহরণ দেখে নেই ।

২০২১ সালে বাংলাদেশের প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা ।এপিসোড - দুই

আগের পর্বে আমরা প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির কিছু ভূমিকার উদাহরণ দেখেছিলাম । চলুন এই পর্বে আরো কিছু উদাহরণ দেখে নেই ।

৪। হিসেব এখন মোবাইলেঃ (Mobile Accounting)

বাড়িভাড়ার আয়-ব্যয় হিসেব করছেন তো ? না করলে আজই শুরু করুন । অনেক সফটওয়্যারের পাশাপাশি বিভিন্ন প্রোপার্টি ম্যানেজমেন্টে পাচ্ছেন এই হিসেব রাখার সুবিধাটি । এটা কিন্তু খুব দরকারি, কারন, আপনার বাড়ি থেকে কতখানি অর্থনৈতিক সাহায্য আপনি পাচ্ছেন সেটা জেনে খরচের ধারনা রাখা সাধারণ সচেতনতা ।  

৫। মিটিং-সেটিংঃ (Online Meetings in Zoom)

সমিতির সবার সাথে আজকাল অনলাইন মিটিং টাই বেশি জনপ্রিয় । পিছিয়ে পড়বেন না, পরের মিটিংয়ে যদি সামনা-সামনি মতামত দিতে না পারেন, অনলাইনে না হয় দিয়ে দেবেন ।

৬। অনলাইন রেজিস্ট্রেশন খাতাঃ (Digital Entry)

বাড়তি খাতার ঝামেলা, আর না আর না । এখন অনলাইন এন্ট্রির মাধ্যমে বাইররের লোকের প্রবেশ নিয়ন্ত্রণ করুন । এটি যেমন সহজ, তেমনি সুরক্ষিত । কারণ তথ্য এবং প্রমাণ সব থাকবে সংরক্ষণে, ক্ষতি করে কেউ পার পাবেনা ।

৭। সেবা দাতার তথ্য মুঠোতেইঃ (Easy Access to Service Providers)

যেকোন সেবা দাতার তথ্য সহজে পাবেন প্রপার্টি ম্যানেজমেন্টে, বিশেষ করে “স্কয়ারফিট” এ । বাড়ির পাশে কে সার্ভিস দেয় তা দোকানদারকে জিজ্ঞাসা না করে এখানে খূঁজুন । বিপদে অল্প সময়ে বিশ্বস্ত সেবা দাতা পেয়ে যাবেন ।

একবিংশ শতাব্দি যেমন মানবজাতিকে আরো উন্নত করেছে, তেমনি উন্নত করেছে প্রপার্টি ম্যানেজমেন্ট খাতকে । আপনার কাজের সহজলভ্যতার জন্যেই এই খাতে প্রযুক্তির অবতারণা । দেখুন না কতটা সহজ এবং সুরক্ষিত সবগুলো সেবা বাসা-বাড়ির জন্য চলে এসেছে । দেখবেন নাকি এদের মাঝে কিছু অনুসন্ধান করে? আপনার ভালো লাগতেও পারে ।


আগের পর্ব -

প্রোপার্টি ম্যানেজমেন্টে প্রযুক্তির ভূমিকা
একবিংশ শতাব্দি মানুষকে আরো উন্নত করেছে, তেমনি উন্নত করেছে প্রোপার্টি ম্যানেজমেন্ট খাতকে । আপনার কাজের সহজলভ্যতার জন্যেই এই খাতে প্রযুক্তির অবতারণা । দেখুন না কতটা সহজ এবং সুরক্ষিত সবগুলো সেবা বাসা-বাড়ির জন্য চলে এসেছে । দেখবেন নাকি এদের মাঝে কিছু অনুসন্ধান করে? আপনার ভালো লাগতেও পারে ।