আশে পাশের সকল সেবাদাতার তথ্য যখন আপনার মুঠোফোনে
যে কোন সময়ে যে কোন সার্ভিস প্রোভাইডারের তথ্যের জন্য আপনি এই হেল্পডেক্স এ রিকয়েষ্ট করতে পারবেন । আপনার প্রয়োজন অনুসারে সেই সময়ে আপনার এলাকাতে যে সেবা দিতে পারবে তার তথ্য সাধ্য অনুযায়ী আপনাকে জানিয়ে দেবে স্কয়ারফিট ।
গতমাসেই রিমা উত্তরা ১৮ সেক্টরে নতুন বাসাতে উঠেছেন । তার বাচ্চার বয়স মোটে ৪ মাস । বাবুটা গরম একেবারে সহ্য করতে পারে না । কিন্তু রাত-দুপুরে হঠাৎ তাদের ফ্ল্যাটে সর্ট-সার্কিট হলো ।
প্রথমে তারা ভেবেছে ইলেক্ট্রিসিটি চলে গেছে একটু পর আসবে । ঘন্টা দুয়েক বাদে দারোয়ানকে ফোন করে বুঝতে পারল আসল ঘটণা । একজন ইলেক্ট্রিশিয়ানের খোঁজ করতেই দারোয়ান বলল - “ম্যাডাম, এত রাতে কারে পাইবেন ? ১২ নম্বর সেক্টরে একজন আছে, ওরে সকালে ডাইকা আনমুনে । রাতটা কষ্ট করে চালাইয়ে নেন ।”
রিমা চালিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাবুর ছটফটানি দেখে তার চোখের পানি আর বাঁধ মানল না ।
রিমার মত সমস্যার সম্মুখীন হতে পারি আমরা যে কেউ । কিন্তু এর কি কোন সমাধান নেই ? জ্বি, আছে । স্কয়ারফিট নিয়ে এসেছে ২৪ ঘণ্টার এভেলাইবল সকল সার্ভিস প্রোভাইডারদের তথ্য প্রদানকারী হেল্পডেক্স ।
চলুন তবে দেখে নেই, কি কি থাকছে স্কয়ারফিটের এই “সার্ভিস” সেবাটিতে -
১ । কমিউনিটির সার্ভিস প্রভাইডারদের তথ্য
এই সেকশনে আপনাদের কমিউনিটিতে কারা কারা সেবা দেয় সেই তালিকাটি পেয়ে যাবেন । চাইলে কমিউনিটির যে কোন সদস্য এখানে নতুন কোন সেবাদাতার তথ্য ইনপুট দিতে পারবেন ।
২ । স্কয়ারফিটের হেল্পডেক্স
যে কোন সময়ে যে কোন সার্ভিস প্রোভাইডারের তথ্যের জন্য আপনি এই হেল্পডেক্স এ রিকয়েষ্ট করতে পারবেন । আপনার প্রয়োজন অনুসারে সেই সময়ে আপনার এলাকাতে যে সেবা দিতে পারবে তার তথ্য সাধ্য অনুযায়ী আপনাকে জানিয়ে দেবে স্কয়ারফিট ।
আপনাদের প্রয়োজনের কথা ভেবে স্কয়ারফিট সাজিয়েছে “সার্ভিস” সেবাটিকে যাতে রিমার মত কষ্ট কোন মাকে আর কোন কষ্ট পেতে না হয় ।