প্রতিবেশীদের সতর্ক করতে চান? স্কয়ারফিট আছে না!
দেখুন পোপাটলালের নিউজ পেপারের দিকে আর কত তাকিয়ে থাকবেন? আশে-পাশের সকল জিনিস নিয়ে সচেতনতা বৃদ্ধি করার প্ল্যাটফর্ম আপনার হাতের কাছেই।
বলছি স্কয়ারফিটের কথা, এখানে আপনি আশে-পাশের সকল প্রতিবেশীর সাথে ভার্চুয়াল যোগাযোগ করতে পারবেন যখন খুশি তখন। আপনাদের সাথে ঘটে যাওয়া কোন ঘটনা, যা জানলে সচেতন হতে পারবে সোসাইটির বাকীরা, তা শেয়ার করুন স্কয়ারফিটে।
যেমন ধরুন হারানো বিজ্ঞপ্তি, পরের দিন পেপারে ছাপার চেয়ে তখন তখন হারানো বিজ্ঞপ্তি পোস্ট করুন আপনার কমিউনিটির নিউজফিডে। আবার ধরুন নির্দিস্ট সময়ে ইদানিং চুরি শুরু হয়েছে। বাকীদের জানালে সেই সময়টাতে তারা বাড়তি সতর্ক থাকতে পারবে।
আবার ধরুন কালকে এলাকার ওয়াই-ফাই লাইনে কাজ হবে। সবাইকে সেটা স্কয়ারফিটে নোটিশ দিয়ে জানিয়ে দিলে তারা না হয় মোবাইল ডাটা কিনে রাখল। কিংবা আপনার মেয়ের বিয়ে, সবাইকে দাওয়াত দিতে পারবে একটা অ্যানাউন্সের মাধ্যমেই।
তাহলে, কোন কিছু জানিয়ে বাকীদের সতর্ক করতে, কিংবা নিজের কোন তাৎক্ষণিক প্রয়োজনে আর লাগবে নাকি পোপাটলালের নিউজ পেপারে ছাপা আর্টিকেল?
আপনার কমিউনিটিতে এমন আরও সুবিধা পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
দেখে নিন কিভাবে স্কয়ারফিটে নোটিশ তৈরী করতে হয়