পরিবারের পরে প্রতিবেশীরাই তো আপনজন

আগে যেখানে পাশের বাসায় কে এলো, কে গেলো জানার উপায় ছিল না, এখন “প্রতিবেশী” সেবার জন্য সেখানে প্রায় সবার খবরটাই জানা । একসাথে আড্ডা দেওয়ার সময়টাও এখানেই ঠিক করে নেয় তুলি ।

পরিবারের পরে প্রতিবেশীরাই তো আপনজন

আম্মা পাশের বাসা থেকে কফির প্যাক চেয়ে আনলেন দেখে তুলির বিষ্ময়ের  শেষ থাকল না । “আম্মা, গতকালকেই তো ভাইয়া নতুন কফির কৌটা আনল । তাহলে তুমি ওদের কাছ থেকে কেন কফির প্যাক চেয়ে আনলা ?”

আম্মা স্মিত হাসলেন । “তুলি, তুই তো দেখেছিস, ওদের বাসার জন্য কিছু চাইতে আসলে বৌটা কেমন ইতস্তত করে । কালকে স্কয়ারফিটের নিউজফিডে আমাদের ওর নতুন টি -পটের কালেকশনটা দেখালো, এতসুন্দর । সেইসাথে আবার কফি খাওয়ার দাওয়াত দিলো ।  
দাওয়াত শেষে আমি একটা কফির প্যাক চেয়ে নিয়ে আসলাম । যাতে এরপর থেকে এই দেওয়া নেওয়াতে বাড়তি কোন ইতস্তত ভাব আর না থাকে । “

আম্মার বুদ্ধি দেখে তুলি ভাবল, ভাগ্যিস আল্লাহ আমাকে এত সুন্দর একটা মা দিয়েছেন । আম্মার জন্যই ও পাশের বাসা-গুলোতে যেয়ে মন খুলে গল্প করা শিখেছে । অবশ্য এখানে স্কয়ারফিটের “প্রতিবেশী” সেবার ভূমিকাটাও কম নয় ।

আগে যেখানে পাশের বাসায় কে এলো, কে গেলো জানার উপায় ছিল না, এখন “প্রতিবেশী” সেবার জন্য সেখানে প্রায় সবার খবরটাই জানা । একসাথে আড্ডা দেওয়ার সময়টাও এখানেই ঠিক করে নেয় তুলি ।

মজার কিছু হলে ছবি তুলে বিল্ডিংয়ের সবার সাথে শেয়ার করতেও ভোলে না । এ যেন নতুন করে আপনজনদের ফিরে পাওয়ার এক অপার আনন্দ, যা শিখিয়ে দেয় “পরিবারের পরে প্রতিবেশিরাই আমাদের আপনজন” ।


বাসা-বাড়ির বিল সহজে কিভাবে দেবেন তা জেনে নিন -

বাংলাদেশের বাসা-বাড়ির সকল বিল এখন পে হবে এক মিনিটে
রহিম মিয়ার মত আমরা সবাই কখনও না কখনও ভাবি এই ভোগান্তিগুলো পোহানো ছাড়া সকল ধরনের বিল গুলো পে করা আদৌ সম্ভব কি না ? জ্বি, সম্ভব, কারণ স্কয়ারফিট নিয়ে এসেছে এই সুবিধা ।