পরিবারের পরে প্রতিবেশীরাই তো আপনজন
আম্মা পাশের বাসা থেকে কফির প্যাক চেয়ে আনলেন দেখে তুলির বিষ্ময়ের শেষ থাকল না । “আম্মা, গতকালকেই তো ভাইয়া নতুন কফির কৌটা আনল । তাহলে তুমি ওদের কাছ থেকে কেন কফির প্যাক চেয়ে আনলা ?”
আম্মা স্মিত হাসলেন । “তুলি, তুই তো দেখেছিস, ওদের বাসার জন্য কিছু চাইতে আসলে বৌটা কেমন ইতস্তত করে । কালকে স্কয়ারফিটের নিউজফিডে আমাদের ওর নতুন টি -পটের কালেকশনটা দেখালো, এতসুন্দর । সেইসাথে আবার কফি খাওয়ার দাওয়াত দিলো ।
দাওয়াত শেষে আমি একটা কফির প্যাক চেয়ে নিয়ে আসলাম । যাতে এরপর থেকে এই দেওয়া নেওয়াতে বাড়তি কোন ইতস্তত ভাব আর না থাকে । “
আম্মার বুদ্ধি দেখে তুলি ভাবল, ভাগ্যিস আল্লাহ আমাকে এত সুন্দর একটা মা দিয়েছেন । আম্মার জন্যই ও পাশের বাসা-গুলোতে যেয়ে মন খুলে গল্প করা শিখেছে । অবশ্য এখানে স্কয়ারফিটের “প্রতিবেশী” সেবার ভূমিকাটাও কম নয় ।
আগে যেখানে পাশের বাসায় কে এলো, কে গেলো জানার উপায় ছিল না, এখন “প্রতিবেশী” সেবার জন্য সেখানে প্রায় সবার খবরটাই জানা । একসাথে আড্ডা দেওয়ার সময়টাও এখানেই ঠিক করে নেয় তুলি ।
মজার কিছু হলে ছবি তুলে বিল্ডিংয়ের সবার সাথে শেয়ার করতেও ভোলে না । এ যেন নতুন করে আপনজনদের ফিরে পাওয়ার এক অপার আনন্দ, যা শিখিয়ে দেয় “পরিবারের পরে প্রতিবেশিরাই আমাদের আপনজন” ।
বাসা-বাড়ির বিল সহজে কিভাবে দেবেন তা জেনে নিন -