সাধারণ প্রথা অনুসারে, অর্থাৎ যদি বাড়িওয়ালা বাড়ির সকল মেরামতের কাজ, যেমন পানির লাইন, লিফট ইত্যাদি ঠিক করা নিজে করার শর্তে বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তাহলে সেই কাজের দায়িত্ব তারই । কিন্তু, যদি সঠিক সময়ে সেই কাজ গুলো তিনি পালন না করেন, তাহলেই ভাড়াটিয়া এই কাজ ভূমিকা রাখতে পারবে, তার আগে নয় ।