কত টাকা বিল কেন দেব, তার থাকবে স্বচ্ছতা

-এত টাকা কেন দেব? -"ভাই সব সার্ভিস চার্জ মিলায়ে এটা এই মাসের বিল।" -কোন খাতের জন্য কত টাকা করে আমাকে হিসাব দেন। ব্যস মনমালিণ্য শুরু। টাকা-পয়সার হিসাব যদি হতো পানির মত সচ্ছ তাহলে কি এই ঘটণার আর হয় অবতারণা?

a hand holding digital invoices
ইনভয়েস তৈরী করুন মুহুর্তে

-এত টাকা কেন দেব?

-"ভাই সব সার্ভিস চার্জ মিলায়ে এটা এই মাসের বিল।"

-কোন খাতের জন্য কত টাকা করে আমাকে হিসাব দেন।

ব্যস মনমালিণ্য শুরু। টাকা-পয়সার হিসাব যদি হতো পানির মত স্বচ্ছ তাহলে কি এই ঘটণার আর হয় অবতারণা? কেন টাকা দিবেন কত টাকা দিবেন সেটা জানার অধিকার সবার আছে।

এখন থেকে সকল খাতে টাকা দেওয়ার কারণ জানতে পারবেন। কেননা, এসে গেছে স্কয়ারফিট। এখানে থাকছে ডিজিটাল ইনভয়েসের ব্যবস্থা।


SquareFeet - Apps on Google Play
Be smart and solve the property associated issues digitally with SquareFeet