বাড়ি ভাড়ার চুক্তি-পত্র কেন করবেন?

ঢাকার বাড়িওয়ালাদের প্রায় ৩০% এর বেশি মানুষ বাড়ি ভাড়া দেয় চুক্তি ছাড়া । আবার ৭.৫% মানুষ চুক্তিটা করে সাদা কাগজে । অর্থাৎ এক-তৃতীয়াংশের মানুষের কোন প্রোপার চুক্তি-পত্র করা হয় না । আপনি এই দলে নেই তো ?

বাড়ি ভাড়ার চুক্তি-পত্র কেন করবেন?

আরে চাচা, আপনি বললেই হলো ? কাগজে কলমে কোথায় লেখা আছে মাসের ১০ তারিখের মাঝে ভাড়া দিতে হবে ? ইব্রাহিম আহমেদ তার নতুন ভাড়াটিয়ার এমন বেয়াদবিতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন ।

আবার রিমা তার বাড়িওয়ালাকে বলে যেন অগ্রিম টাকাটা সামনের মাসে কেটে নেয়, সে বাড়ি ছেড়ে দেবে । তার বাড়িওয়ালা তখন বলে “তোমাকে তো বলছিলাম ২-৩ মাস আগে জানাইতে হবে, এখন তো অগ্রিম টাকা আর ফেরৎ পাবা না” ।  

রিমার স্পষ্ট মনে আছে, বাড়ি ছাড়ার একমাসে আগে জানালে হবে এই কথা হয়েছিল । তখন বাড়িওয়ালা দাবী করে বসে - “কোন কাগজে লেখা আছে এই কথা দেখাও ?”

বাসায় এসে রিমা এবং ইব্রাহিম আহমেদ দুজনেই ভাবে -  “সত্যিই তো আমরা সবাই কি বাসা ভাড়া দেওয়ার সময় বাড়ি-ভাড়ার চুক্তি-পত্র করে থাকি ? যেখানে এ সকল খুঁটিনাটি সব বিষয় উল্লেখ থাকা উচিৎ”


বাসা-বাড়ি আমাদের অনন্য সম্পদ । যখন আপনার মূল্যবান সম্পদ আপনি কাউকে ভোগ দখলের জন্য দেবেন তখন তার কাগজ-পত্র অবশ্যই রাখা উচিৎ

do you have any rental contract?
"আপনি কি বাড়ি ভাড়ার চুক্তিপত্র করেছেন?" প্রশ্নে সার্ভের ফলাফল

চলুন দেখে নেই এই বিষয়ে সার্ভে কি বলছে -

ঢাকার বাড়িওয়ালাদের প্রায় ৩০% এর বেশি মানুষ বাড়ি ভাড়া দেয় চুক্তি ছাড়া । আবার ৭.৫% মানুষ চুক্তিটা করে সাদা কাগজে । অর্থাৎ এক-তৃতীয়াংশের মানুষের কোন প্রোপার চুক্তি-পত্র করা হয় না । আপনি এই দলে নেই তো ?  

ধরুন, বাসার ভাড়াটিয়া বেসিন ভেঙে ফেলল, এখন কার টাকা দিয়ে সেটা মেরামত করা হবে ? আবার কিছু বাড়িতে বৈদ্যুতিক মিটার বাড়িওয়ালার সাথে সংযুক্ত । ধরুন আপনার ভাড়াটিয়া অনেক কিছু ব্যবহার করে, যার ফলে দ্বিগুন বিল আসলো । এইবার আপনি কিভাবে বিলটা ভাগ করবেন ?    

এইখানেই কিন্তু চুক্তির ভূমিকা । তবে আপনাকে এখন প্রত্যেক ভাড়াটিয়ার জন্য আলাদা আলাদা করে হাতে লিখে কিংবা দোকান থেকে টাইপ করে চুক্তি-পত্র বানাতে হবে না ।

কেন ? বিস্তাড়িত জানতে অল্প সময়ে স্কয়ারফিটের “চুক্তি” সেবাটি সম্পর্কে জেনে নিন -

স্কয়ারফিট নিয়ে এলো বাড়ি-ভাড়ার চুক্তি-পত্রের সবচেয়ে সহজ ব্যবস্থা
ভবিষ্যতের জন্য এই চুক্তি-পত্র জমা থাকবে স্কয়ারফিটেই । আপনাকে এই কাগজ সংরক্ষনের জন্য বাড়তি কোন ফাইল বানাতে হবে না । দেখুন না, এইরকম ছোট-খাট কিন্তু বিতর্কিত সমস্যা গুলো আগে থেকে চুক্তির মাধ্যমে সমাধান করে ফেললে পরে আর কোন ঝামেলা হয় না । বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্কটাও থাকে অটুট ।

ডাউনলোড করুন স্কয়ারফিট অ্যাপটি -

SquareFeet - Apps on Google Play
Be smart and solve the property associated issues digitally with SquareFeet

বাড়ি-ভাড়া নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জেনে নিন -

http://bdlaws.minlaw.gov.bd/act-748.html